Sunday, May 22, 2011

দীর্ঘশ্বাসের পাখি

সোহরাব হাসান
............
আমার দীর্ঘশ্বাসের চেয়ে বড় কোনো সড়ক নেই এই শহরে
তুমি যে পথে যাবে, যে গলিতে পা রাখবে বলে
মনস্থির করেছ; সেখানেই আমাকে পাবে।

আমি ছায়াহীন মানুষ
সহস্র আলোকবর্ষ ঠায় দাঁড়িয়ে আছি
আমি তোমাদের আলোঝলমলে এ শহরে
কোনো ছাড়পত্র নিয়ে আসিনি, অর্বাচীনের মতো ঢুকে পড়েছি।

মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো আকাশ নেই
অথচ তোমরা আকাশের চেয়ে কংক্রিট নিয়ে মেতে থাকো
মৃত্তিকালীন মানুষের চেহারা ভীষণ অপছন্দ তোমাদের
বলো, আমি যদি আঁধারকে কাছে টেনে না নিতাম
তোমরা আলো চিনতে কী করে?
তোমরা কেউ আমার কষ্ট বুঝলে না , হয়তো আমিও
তোমাদের অনুভবের সাগর ছুঁতে পারিনি।
অনুতাপহীন মানুষের দেশে আমি দীর্ঘশ্বাস হয়ে বেঁচে আছি।

Pages