Tuesday, September 11, 2012

তাসের প্রাসাদ

কবি: জাফর সাদেক চৌধুরী।
......................................

রমনার বিকেল আলোয় মেলতো ডানা
স্বপ্ন নিয়ে উড়তো তারা নেইতো মানা।
একযুগলের দেখা হোতো বিকেল বেলা,
সেই যুগলের হৃদয় জুড়ে স্বপ্ন খেলা।

নাগলিঙ্গম গাছের নিচে বসতো দু’জন
নগরজুড়ে মিলতো অবাক পাখির কূজন।
গুনতো শুধু কখন হবে আঁধার কালো,

সেই আঁধারে সুখের মেলা জমতো ভালো।

অপাংক্তেয়-পল্লী যেমন কারো জীবন,
বিনা পাপে খুঁজতো তারা উষ্ণ মিলন।
সেই মিলনে কাম ছিলনা মরণ নেশা,
সিক্ত হতো প্রেমের নদী ভালোবাসা।
ভালোবাসার মাঝে অনেক স্বপ্নবাজি,
ঘর বানাবে সাজবে অনেক পুষ্পরাজি।

তারপর এক তাসের মতো প্রাসাদ হোলো,
প্রাসাদ-জীবন ভালোবাসা মলিন হোলো।
সেই জীবনে একটুখানি হিসাব-নিকাশ,
সেই হিসাবে হঠাৎ কেমন আঁধার আকাশ।
আঁধার আকাশ জুড়ে কালো মেঘের মেলা,
সেই মেলাতে হারিয়ে গেল বিকেল বেলা।
তাসের প্রাসাদ ধ্বংস হোলো ছেলেখেলায়,
দু’জন ভাবে দুই নগরে বিকেল বেলায় ।

নষ্ট ঘড়ির অচল বেলা

কবি: জাফর সাদেক চৌধুরী
..............................................
 এক শহরের এক কোণেতে রৌদ্র দুপুর
পাখির ডাকের শেওলা দেয়াল হারিয়ে গেল
হঠাত করে তরতরিয়ে চিলেকোঠার চড়ইপাখি
অবুঝমনে স্বপ্ন জালে সেই দেয়ালের সঙ্গী হল।

সেই শহরের প্রাণের ছোঁয়া কিশোরমেলা
চঞ্চলতার ঘুড়ি ফেলে বিকেল আলোয়
পথ ভুলে আজ ঘরের কোণে সঙ্গীহারা

সবুজ ছেড়ে নষ্ট খেলা আঁধার কালোয় ।

মানুষগুলো সাহসহারা আজব জীবন
সেই জীবনের ভাঁজে ভাজে কষ্ট ছায়া
সময় গুলো নষ্ট ঘড়ির অচল বেলা
সবই করে ভুলছে শুধু মাটির মায়া।

স্বার্থ চেনা সেই সময়ের সঙ্গী হলাম
সবুজ বাদাড় পাহাড় কেটে ঘর বনালাম
নিজের মতো মরা দ্বীপের ছবি এঁকে
আপনমনে অতীত ভুলে ঘর সাজালাম।

সেই শহরের স্রোতস্বিনী খুন হয়েছে
আমার হাতে দিন দুপুরে দেখল সবাই
কী যায় তাতে কেউ কাঁদে না
কাজ ভুলে সব নষ্ট ছবি করছে বাঁধাই।

রক্তের সুতোয় ছাপ্পান্ন হাজার বর্গমাইল

কবি: জাফর সাদেক চৌধুরী
....................................
 চোখে দেখা লাগে না শব্দস্রোতে যায় চেনা
কণ্ঠ নিঃসৃত প্রতিটি শব্দ কনার কম্পনাঙ্ক
প্রেমিকের হৃদয়ে জন্ম দিত চেতনার প্রজ্বলন
লাঠি হাতে ট্যাঙ্কের সামনে যাওয়ার অদম্যতা।

প্রতিটি শব্দ কনিকা ছিল বিদ্যুতের স্ফুলিঙ্গের মতো
তীব্র ধাবমান অজানা গ্যালাক্সির ক্ষিপ্র নভোযান
দিগন্ত ছিন্ন করা লক্ষ আলোকবর্ষ দৈর্ঘ্যের এক মুক্ত স্বপ্ন

জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ।

জয় বাংলা কোনো শব্দ নয় একটি দীক্ষা
এই দীক্ষাতে সুপ্ত ছিল পশুদের হননের মন্ত্র
যেই মন্ত্র নিজে রক্তাক্ত হয়ে ছিন্ন করে শত্রুর মস্তক
সেই মন্ত্রে ৩২ লক্ষ দীপ জ্বলে উঠে ১৫ কোটি চোখে।

এক তর্জনীর গর্জনে কোটি জীবন ছুটে মৃত্যুর পানে
লক্ষ জীবন স্বপ্ন মায়ায় বিবর্তিত হয়ে এক সাগর রক্ত
রক্তের সুতোয় ছাপ্পান্ন হাজার বর্গমাইল মায়ের আঁচল
মায়ের আঁচলে পরম মমতায় আঁকা হল বাংলাদেশ।

Pages