কবি: জাফর সাদেক চৌধুরী
....................................
চোখে দেখা লাগে না শব্দস্রোতে যায় চেনা
কণ্ঠ নিঃসৃত প্রতিটি শব্দ কনার কম্পনাঙ্ক
প্রেমিকের হৃদয়ে জন্ম দিত চেতনার প্রজ্বলন
লাঠি হাতে ট্যাঙ্কের সামনে যাওয়ার অদম্যতা।
প্রতিটি শব্দ কনিকা ছিল বিদ্যুতের স্ফুলিঙ্গের মতো
তীব্র ধাবমান অজানা গ্যালাক্সির ক্ষিপ্র নভোযান
দিগন্ত ছিন্ন করা লক্ষ আলোকবর্ষ দৈর্ঘ্যের এক মুক্ত স্বপ্ন
....................................
চোখে দেখা লাগে না শব্দস্রোতে যায় চেনা
কণ্ঠ নিঃসৃত প্রতিটি শব্দ কনার কম্পনাঙ্ক
প্রেমিকের হৃদয়ে জন্ম দিত চেতনার প্রজ্বলন
লাঠি হাতে ট্যাঙ্কের সামনে যাওয়ার অদম্যতা।
প্রতিটি শব্দ কনিকা ছিল বিদ্যুতের স্ফুলিঙ্গের মতো
তীব্র ধাবমান অজানা গ্যালাক্সির ক্ষিপ্র নভোযান
দিগন্ত ছিন্ন করা লক্ষ আলোকবর্ষ দৈর্ঘ্যের এক মুক্ত স্বপ্ন
জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ।
জয় বাংলা কোনো শব্দ নয় একটি দীক্ষা
এই দীক্ষাতে সুপ্ত ছিল পশুদের হননের মন্ত্র
যেই মন্ত্র নিজে রক্তাক্ত হয়ে ছিন্ন করে শত্রুর মস্তক
সেই মন্ত্রে ৩২ লক্ষ দীপ জ্বলে উঠে ১৫ কোটি চোখে।
এক তর্জনীর গর্জনে কোটি জীবন ছুটে মৃত্যুর পানে
লক্ষ জীবন স্বপ্ন মায়ায় বিবর্তিত হয়ে এক সাগর রক্ত
রক্তের সুতোয় ছাপ্পান্ন হাজার বর্গমাইল মায়ের আঁচল
মায়ের আঁচলে পরম মমতায় আঁকা হল বাংলাদেশ।
জয় বাংলা কোনো শব্দ নয় একটি দীক্ষা
এই দীক্ষাতে সুপ্ত ছিল পশুদের হননের মন্ত্র
যেই মন্ত্র নিজে রক্তাক্ত হয়ে ছিন্ন করে শত্রুর মস্তক
সেই মন্ত্রে ৩২ লক্ষ দীপ জ্বলে উঠে ১৫ কোটি চোখে।
এক তর্জনীর গর্জনে কোটি জীবন ছুটে মৃত্যুর পানে
লক্ষ জীবন স্বপ্ন মায়ায় বিবর্তিত হয়ে এক সাগর রক্ত
রক্তের সুতোয় ছাপ্পান্ন হাজার বর্গমাইল মায়ের আঁচল
মায়ের আঁচলে পরম মমতায় আঁকা হল বাংলাদেশ।