Tuesday, September 11, 2012

তাসের প্রাসাদ

কবি: জাফর সাদেক চৌধুরী।
......................................

রমনার বিকেল আলোয় মেলতো ডানা
স্বপ্ন নিয়ে উড়তো তারা নেইতো মানা।
একযুগলের দেখা হোতো বিকেল বেলা,
সেই যুগলের হৃদয় জুড়ে স্বপ্ন খেলা।

নাগলিঙ্গম গাছের নিচে বসতো দু’জন
নগরজুড়ে মিলতো অবাক পাখির কূজন।
গুনতো শুধু কখন হবে আঁধার কালো,

সেই আঁধারে সুখের মেলা জমতো ভালো।

অপাংক্তেয়-পল্লী যেমন কারো জীবন,
বিনা পাপে খুঁজতো তারা উষ্ণ মিলন।
সেই মিলনে কাম ছিলনা মরণ নেশা,
সিক্ত হতো প্রেমের নদী ভালোবাসা।
ভালোবাসার মাঝে অনেক স্বপ্নবাজি,
ঘর বানাবে সাজবে অনেক পুষ্পরাজি।

তারপর এক তাসের মতো প্রাসাদ হোলো,
প্রাসাদ-জীবন ভালোবাসা মলিন হোলো।
সেই জীবনে একটুখানি হিসাব-নিকাশ,
সেই হিসাবে হঠাৎ কেমন আঁধার আকাশ।
আঁধার আকাশ জুড়ে কালো মেঘের মেলা,
সেই মেলাতে হারিয়ে গেল বিকেল বেলা।
তাসের প্রাসাদ ধ্বংস হোলো ছেলেখেলায়,
দু’জন ভাবে দুই নগরে বিকেল বেলায় ।

Pages